সাব্বিরের আক্ষেপের দিনে মার্শালের সেঞ্চুরি, মুগ্ধর ৫ উইকেট
আক্রমণাত্বক ব্যাটিংয়ে সেঞ্চুরি পাওয়ার সুযোগ ছিল সাব্বির হোসেনের। রাজশাহী বিভাগের অধিনায়ককে আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে ৭২ বলে ৮৪ রানের ইনিংস খেলে। সাব্বিরের মতো সেঞ্চুরি পাওয়া হয়নি ৭৭ রান করা রহিম আহমেদেরও। তাদের দুজনের সেঞ্চুরি মিসের দিনে বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। রাজশাহীকে ২৬৮ রানে অল আউট করার দিনে রংপুর বিভাগের হয়ে ৪২ রানে ৫ উইকেট নিয়েছেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ।