
নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে চমক
আসন্ন নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে প্রথমবারের মতো জায়গা ফ্লোরা ডেভনশায়ার। যার এখনও ওয়ানডে অভিষেকই হয়নি। তবে কিউইদের হয়ে টি-টোয়েন্টিতে খেলেছেন তিনি। ২২ বছর বয়সী এই বাঁ-হাতি স্পিনার সম্প্রতি নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরেও অংশ নিয়েছিলেন। তার অন্তর্ভুক্তির ফলে স্কোয়াড থেকে বাদ পড়েছেন আরেক বাঁ-হাতি স্পিনার ফ্রান জোনাস।