
এশিয়া কাপ শেষ নাভিনের
এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন আফগানিস্তানের পেসার নাভিন উল হক। জানা গেছে এখনও তিনি ইনজুরি থেকে সেরে উঠছেন। তার বদলি হিসেবে এশিয়া কাপের দলে যো দেবেন আব্দুল্লাহ আহমদজাই। হংকং চায়নাকে ৯৪ রানে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছে আফগানিস্তান। মঙ্গলবার তারা মাঠে নামবে বাংলাদেশের বিপক্ষে।