ভারতের অন্য দুই ভেন্যু বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ, যা বলছে বিসিসিআই
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে দুইবার চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের আবেদনের প্রেক্ষিতে কলকাতা ও মুম্বাইয়ের পরিবর্তে চেন্নাই ও তিরুবনন্তপুরমে খেলার জন্য বিসিবিকে প্রস্তাব দিতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে ভারতের মধ্যেই ভেন্যু পরিবর্তনের বিষয়টি অবগত নয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিষয়টি নিশ্চিত করেছেন সচিব দেবজিৎ সাইকিয়া।