বাংলাদেশের পেস ভাণ্ডারে মুগ্ধ গফ
গতি দিয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পটু ছিলেন ড্যারেন গফ। প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করার পাশাপাশি সুইং, ইয়র্কারও পারদর্শী ছিলেন বার্নসলিতে জন্ম নেয়া ইংল্যান্ডের সাবেক এই পেসার। ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের জার্সিতে প্রথম দুইশ উইকেট নেয়া বোলারও তিনিই। স্যার ইয়ান বোথাম অবসর নেয়ার পর মাঠের ক্রিকেটে ভালো করতে পারছিল না ইংল্যান্ড। ওই সময় নিজেকে অন্যভাবে চিনিয়েছিলেন গফ। ডেভিড লয়েডের চোখে গফ ছিলেন ইংল্যান্ডের দলের হৃদয় স্পন্দন।