বিশ্বকাপে জিম্বাবুয়ের বোলিং পরামর্শক ওয়ালশ
আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসরের। সেই টুর্নামেন্টের জন্য জিম্বাবুয়ের বোলিং পরামর্শক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে কোর্টনি ওয়ালশকে। বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে ব্লেসিং মুজারাবানিদের সঙ্গে কাজ শুরু করেছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।