টি-টেন লিগে নতুন দলে নাম লেখালেন সাকিব আবু ধাবি টি–টেন লিগে এবার নতুন দলে দেখা যাবে সাকিব আল হাসানকে। গত কয়েক মৌসুমে তিনি খেলেছেন বাংলা টাইগার্সের হয়ে। তবে আসন্ন নবম আসরে ফ্র্যাঞ্চাইজি বদলে এই অলরাউন্ডার খেলবেন রয়্যাল চ্যাম্পসের হয়ে।