আবারও পেছাল প্রথম বিভাগ ক্রিকেট লিগ
কয়েক দফা আলোচনা করলেও লিগ বর্জন করা ক্লাবদের রাজি করাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন অবস্থায় ১২ ক্লাবকে নিয়ে ১১ ডিসেম্বর থেকে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করতে চেয়েছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)। তবে মাঠের সমস্যার কারণ তিন দিন পিছিয়ে ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন।