 
        বিপিএল ড্রাফটের আগেই অভিযুক্তদের শাস্তি নিশ্চিত করতে চায় বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের অভিযোগ তদন্ত শেষ হয়েছে। এরই মধ্যে তিন সদস্যের কমিটি ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। তবে তদন্ত রিপোর্টে কী আছে তা প্রকাশ করবে না বিসিবি। তারা আইন অনুযায়ী বিভিন্ন ব্যবস্থা হাতে নেবে বলে জানা গেছে।
 
        