
টেস্ট ক্রিকেট টিকবে কিনা—এটাই বড় জবাব: রাহুল
ওভাল টেস্টে নাটকীয় জয়ে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি ২-২ ড্র করেছে ভারত। এই জয়কে ভারতের তরুণ্য নির্ভর দলের সেরা অর্জন মনে করছেন লোকেশ রাহুল। সিরিজের প্রতিটি ম্যাচই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। একটি মাত্র ম্যাচ হয়েছে ড্র। আর বাকি সবকটি ম্যাচেই ফল এসেছে।