আবারও স্থগিত প্রথম বিভাগ লিগ, ৭৬ ক্লাবকে ডাকছে বিসিবি ও কোয়াব
গত ১৮ নভেম্বর থেকে মাঠে গড়ানোর কথা ছিল ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। তবে বিদ্রোহী ক্লাবগুলো রাজি করাতে না পারায় টুর্নামেন্ট পিছিয়ে নেয়া হয়েছে ২৫ নভেম্বর পর্যন্ত। এখনো সমাধান না হওয়ায় আরেক দফা পিছিয়ে যাচ্ছে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। নতুন সূচি চূড়ান্ত না হলেও সমাধানের চেষ্টা করছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।