শ্রীলঙ্কা- নিউজিল্যান্ড সিরিজ

লাথাম-উইলিয়ামসনের ব্যাটে কিউইদের লড়াই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:38 বৃহস্পতিবার, 19 সেপ্টেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম ইনিংসে আগের দিনই তিনশ পার করে শ্রীলঙ্কা। এ দিন অবশ্য বেশি সুবিধা করতে পারেনি দলটি। অলআউট হয় ৩০৫ রানে। জবাবে টম লাথাম-কেন উইলিয়ামসনদের ব্যাটে দ্বিতীয় দিন নিরাপদেই কাটিয়েছে কিউইরা। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিন শেষে দলটির সংগ্রহ চার উইকেটে ২৫৫ রান। এখনও ৫০ রান পিছিয়ে আছে তারা।

নিজেদের ইনিংসে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতেই ৬৩ রান তোলে নিউজিল্যান্ড। এই জুটি ভাঙেন রমেশ মেন্ডিস। ৫৯ বলে ১৭ রান করা ডেভন কনওয়েকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন এই স্পিনার। এরপর উইলিয়ামসনের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন লাথাম।

এই জুটি ভাঙেন আরেক স্পিনার প্রবাথ জয়সুরিয়া। বাঁহাতি এই স্পিনারের বলে চা-বিরতির আগে সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দেন লাথাম। ফেরার আগে ১১১ বলে ৭০ রান আসে লাথামের ব্যাটে।

দলীয় ১৯৬ রানের মধ্যে আরও দুটি উইকেট হারায় কিউইরা। ১০৪ বলে ৫৫ রান করে ধনঞ্জয়া ডি সিলভার বলে ফিরে যান উইলিয়ামসন। এর একটু পর ৪৮ বলে ৩৯ রান করা রাচিন রবীন্দ্রকে বোল্ড করেন ধনঞ্জয়া।

দিনের বাকি সময়টা নিরাপদে পার করেন ড্যারিল মিচেল এবং টম ব্লান্ডেল। ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। ৬০ বলে ৪১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন মিচেল। সঙ্গী ব্লান্ডেল ৫২ বলে ১৮ রান নিয়ে আছেন।

এর আগে শ্রীলঙ্কার ইনিংসের সময় এজাজ প্যাটেলের বোলিংয়ে এ দিন শুরুতে ফিরে যান প্রবাথ জয়সুরিয়া (০)। ৯২তম ওভারে এই ইনিংসের খেলা শেষ করেন উইলিয়াম ও'রর্কি। তার দারুণ বোলিংয়ে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে বিদায় নেন রমেশ মেন্ডিস (১৪)।

সেই ওভারে আসিথা ফার্নান্দোকে (০) বোল্ড করেন ও'রর্কি। এ দিন মাত্র চার ওভার টিকে শ্রীলঙ্কার ইনিংস। আগের দিনের ৩০২ রানের সঙ্গে কেবল তিন রান যোগ করতে পারে দলটি।