তামিম সহ-অধিনায়ক ছিলেন তো?

ছবি:

গত রবিবার দ্বিতীয় মেয়াদে বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর প্রথম বোর্ড সভা সারলেন নাজমুল হাসান পাপন। বোর্ড পরিচালকদের দায়িত্ব বুঝিয়ে দেয়ার সাথে সাথে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে।
টেস্ট দলের অধিনায়কত্ব থেকে মুশফিকুর রহিমকে সরিয়ে সাকিব আল হাসানকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব তুলে দেন নাজমুল হাসান। সহ অধিনায়ক হিসেবে তামিম ইকবালকে সরিয়ে দায়িত্ব দেয়া হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে।
তবে বাংলাদেশ দলে সহ-অধিনায়কের গুরুত্ব বা প্রয়োজন কতটুকু সেটা নাজমুল হাসানের রবিবারের সংবাদ সম্মেলনেই আঁচ করা যায়। তিনিই জানতেনই না বাংলাদেশ দলের সহ অধিনায়ক ছিলেন তামিম ইকবাল।

সংবাদ সম্মেলনে সহ-অধিনায়কের নাম জানার জন্য নাজমুল হাসানকে তার পাশের জনের সহায়তা নিতে হয়েছে। 'তামিম ছিল? সে টি-টুয়েন্টির সহ-অধিনায়ক ছিল, সে টি-টুয়েন্টির সহ-অধিনায়ক থাকবে।'
বোর্ড প্রেসিডেন্ট হওয়ার স্বত্ত্বেও তিনি জানতেন না টেস্ট দলের সহ-অধিনায়ক কে ছিলেন। যা তামিম ও মাহমুদুল্লাহ... দুই জনকেই অস্বস্তিতে ফেলতে বাধ্য। তার উপর ছোট ফরম্যাটের ক্রিকেটে তামিমকে সহ-অধিনায়ক করা অনেকটা সান্তনা পুরস্কারের মত ছিল।