promotional_ad

শুনানির তারিখ নির্ধারণ করেছে বিসিবি

promotional_ad

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দশম ম্যাচ শেষে উইকেটের কড়া সমালোচনা করেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক তামিম ইকবাল। 


এই টাইগার তারকার সমালোচনার ধরণ পছন্দ হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ফলে তাকে শুনানিতে ডেকে চিঠি পাঠিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।


শুনানির তারিখও জানা গিয়েছে ইতিমধ্যে। আগামী ২১ ডিসেম্বর এই বিষয়ে বোর্ডের মুখোমুখি হবেন দেশসেরা এই ওপেনার। উল্লেখ্য, দুইদিন আগেই তামিম উইকেটের সমালোচনায় সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, 



promotional_ad

"দশ দিন এই মাঠে খেলা হয়নি, উইকেটের বিশ্রাম হয়েছে। এরপরও সেই উইকেট! আমার কাছে যে জিনিসটা খারাপ লাগছে, এতগুলো দর্শক আসলো তারা এসে যদি ৯৭ রানের খেলা দেখে এটা তাদের জন্য ভীষণ হতাশার। এমন জঘন্য উইকেটে খেলা হলে তো সম্ভব না।"


এছাড়াও এর আগে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উইকেটকে ‘হরিবল’ বলেছিলেন। এদিকে তামিমের ব্যাপারে মুখ খুলেছেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান এবং তামিমের চাচা আকরাম খান। তার মতে, উইকেট নিয়ে কড়া ভাষায় সমালোচনার কারণেই চিঠি পাঠানো হয়েছে তামিমকে। 


মিডিয়ার সামনে তিনি বলেন, "এটা আসলে বোর্ড থেকে দেয়া হয়েছে, ক্রিকেট অপারেশন্স থেকে দেয়া হয়নি। যেসকল খেলোয়াড় চুক্তিতে রয়েছে তাদের সঙ্গে চুক্তিতে আছে, কোন কথা বলা যাবে আর কোন কথা বলা যাবে না। 



ভঙ্গিমা বা আপনার কি অ্যাটিটিউডে কথা বলা হচ্ছে সেটাও দেখার ব্যাপার। তিনি (তামিম) কি বলেছেন এটা আমি পুরোপুরি জানি না। তাই ২১ ডিসেম্বর শুনানিতে ডাকা হয়েছে। সেখানে আলাপ আলোচনা করে তখন জানা যাবে।"




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball