আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য ভালোই বুঝেছেন মেহেদি

ছবি:

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে সর্বশেষ ম্যাচে অভিষেক হয়েছিলো ২৩ বছর বয়সি ডান হাতি স্পিনার মেহেদি হাসানের। তবে অভিষেক ম্যাচটি একেবারেই ভালো যায়নি তাঁর। ২ ওভারে ২৫ রান খরচায় উইকেট শূন্য ছিলেন তিনি।
এরুপ হতাশাজনক পরিস্থিতিতে অবশ্য মেহেদি পাশে পেয়েছেন দলের সিনিয়র ক্রিকেটারদের। সিলেট থেকে ঢাকায় ফিরে টাইগার এই স্পিনার নিজেই জানিয়েছেন এমনটাই।সাংবাদিকদের মেহেদি বলেন,
'সিনিয়ররা অনেক সাপোর্ট করেছে। দল হারলেও তারা অনেক বুঝিয়েছে যে ক্রিকেট খেললে এটি হবেই, তারা আরো সান্ত্বনা দিচ্ছেন যে মন খারাপ করিস না ক্রিকেট এমনই।'

আন্তর্জাতিক ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেটের পার্থক্য যে কতটা সেটিও বেশ ভালোভাবে বুঝে গেছেন এই তরুণ। শুধু তাই নয় বোলাররা ভালো বল করলেও ব্যাটসম্যানেরা অনেক সময় মারমুখী খেলেন এখানে। সুতরাং আন্তর্জাতিক ক্রিকেটের আবহ একেবারেই আলাদা বলে মনে করেন মেহেদি। তাঁর ভাষায়,
'ঘরোয়া ক্রিকেটের থেকে আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন। এখানে চাইলে আপনাকে কেউ লুজ বল করবে না। আর বোলাররা এখানে ভালো বল করলেও কিছু না ভেবে অনেকসময় ব্যাটসম্যানেরা তা মেরেও দেয়।'
মেহেদি কথা বলেছেন বাংলাদেশ দলের সামগ্রিক অবস্থান প্রসঙ্গেও। শ্রীলঙ্কার বিপক্ষে টানা দুই ম্যাচে বিপর্যস্ত হওয়ার পর স্বাভাবিকভাবেই দলের সকলে ভঙ্গুর অবস্থানে রয়েছেন বলে জানিয়েছেন এই তরুণ স্পিনার।
এখান থেকে কিভাবে কামব্যাক করা যায় সেটাই এখন মূল চিন্তা সকলের উল্লেখ করে মেহেদি বলেন, 'ম্যাচ হারলে তো সবাই একটু আপসেট থাকেই। সবাই চিন্তা করে যে কি করবে। তবে কিভাবে কামব্যাক করা সেটা নিয়েই এখন ভাবছে সবাই।'