'ভারতকেও চমকে দিতে পারে শ্রীলঙ্কা'

আন্তর্জাতিক
'ভারতকেও চমকে দিতে পারে শ্রীলঙ্কা'
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া
শ্রীলঙ্কান ক্রিকেটের কালো অধ্যায় ছিল ২০১৭ সালে। বিশেষ করে শেষের দিকে ভারতীয় দলের কাছে তিন ফরম্যাটেই সিরিজ হারতে হয়েছিলো তাদের। তবে ২০১৮ সালে বদলে যাওয়া শ্রীলঙ্কা দলকে দেখল ক্রিকেট বিশ্ব।

বাংলাদেশের মাটিতে স্বাগতিক বাংলাদেশ এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জয়, তারপরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয় এবং টি-টুয়েন্টি বাংলাদেশকে হোয়াইটওয়াশ করায় রীতিমতো হাওয়ায় ভাসছে চান্দিকা হাথুরুসিংহের দল।

আর সামনের মার্চেই এই লঙ্কানদের বিপক্ষে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে লড়বে বাংলাদেশ এবং ভারত। আর সেখানে উড়তে থাকা শ্রীলঙ্কা ভারতকেও ভোগাতে পারে বলে মনে করছেন জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরেকার। জনপ্রিয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া'র খেলা কলামে তিনি লিখেছেন, 

'বর্তমানে শ্রীলঙ্কার ক্রিকেট হালকা সংকট আছে। একটু দুর্বলও মনে হচ্ছে। কিন্তু কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে ও মুরালিধরনের মত ক্রিকেটাররা তরুণদের উৎসাহিত করছেন। ফলে ক্রিকেট পাগল দেশটি দ্রুতই এই সংকট কাটিয়ে উঠবে। 'শক্তিশালী দলকে হারাতে ছোট এই ফরম্যাট দুর্বল দলগুলোকে বড় সুযোগ দেয়। ত্রিদেশীয় সিরিজটা শ্রীলঙ্কার জন্য এমনই একটা সুযোগ। মনে হচ্ছে, এই টুর্নামেন্টে শ্রীলঙ্কা আশ্চর্য কিছু করবে। ভারতকেও ভোগাতে পারে তারা।'

তবে ফর্মে উড়ছে বিরাট কোহলির ভারতও। সম্প্রতি ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের হারিয়েছে ৫-১ ব্যবধানে। এছাড়াও তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে জয় নিশ্চিত করেছে ভারত। তারপরেও মাঞ্জেরেকরের মতে, ভারতকে চমকে দিতে পারে শ্রীলঙ্কা।

আরো পড়ুন: this topic