নিদাহাস ট্রফিতে বদলে যাওয়ার প্রতিজ্ঞা

আন্তর্জাতিক
নিদাহাস ট্রফিতে বদলে যাওয়ার প্রতিজ্ঞা
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

লঙ্কানদের ৩০ রান বেশি দেওয়ার আফসোসে পুড়ছেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। একইসাথে ব্যাটসম্যানদের ব্যর্থতা এবং দ্রুত উইকেট পতনের কারণেই এই হার, মনে করছেন তিনি।

"আমার মনে হয়েছিলো আমরা এই রান অতিক্রম করতে পারবো। তবে আমাদের শুরুটা ভালো হওয়া দরকার ছিল, যেটা দ্রুত উইকেট হারানোয় আমরা করতে পারিনি। ম্যাচে নিজেদের কোনো অবস্থান তৈরি করতে পারিনি।

"বোলিংও ভালো হয়নি আমাদের। উইকেট ব্যাটিং উপযোগী ছিল, এমনকি ভেজা উইকেটেও। স্পিনারদের জন্য তেমন কিছু ছিল না উইকেটে। যদি আমরা তাদের ১৮০ তে থামাতে পারতাম, তাহলে লক্ষ্য অতিক্রম করা সহজ ছিল।"

রবিবারের ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে এমনটাই জানাচ্ছিলেন রিয়াদ। একইসঙ্গে ৬ই মার্চ শুরু হতে যাওয়া তিন জাতি টি-টুয়েন্টি সিরিজে (নিদাহাস ট্রফি) ভালো করার অঙ্গীকার করেছেন তিনি। 

"নিদাহাস ট্রফি উপলক্ষে আমাদের পরিকল্পনায় নামা জরুরী, যাতে করে আমরা ১৮০ রান অতিক্রম করতে পারি। বা আমাদের বোলাররাও যেন কম খরুচে হয়, সেই ব্যাপারে।" 

সব শেষে কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রীলংকাকে। সাকিব আল হাসানকে সিরিজে না পাওয়ার আক্ষেপও তার; "হ্যাঁ অবশ্যই আমরা সাকিবকে মিস করেছি। ব্যাট বা বল-- দুই বিভাগেই তাকে মিস করেছি। অভিনন্দন শ্রীলংকা, তারা ভালো খেলেই আমাদের সঙ্গে জিততে পেরেছে।"


আরো পড়ুন: this topic