নজর থাকবে যাদের ওপর

আন্তর্জাতিক
নজর থাকবে যাদের ওপর
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৫ই ফেব্রুয়ারি সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে লড়বে বাংলাদেশ এবং শ্রীলংকা। তারুণ্য নির্ভর দুই দলের সকল ক্রিকেটারই চাইবে নিজেদের সেরাটা দিতে। তবে কয়েকজনের পারফর্মেন্সে নজর থাকবে সবার। দেখে নেওয়া যাক এমন ক্রিকেটার সম্পর্কে।

সৌম্য সরকারঃ- শেষ ছয়টি টি-টুয়েন্টিতে সৌম্য সরকারের রান যথাক্রমে ৪৪, ৪৭, ৩৪, ২৯, ৪২ এবং ৩৯। গড় ৩৯ এর বেশি এবং স্ট্রাইক রেট ১৫৭.৭। ওয়ানডে বা টেস্ট দল থেকে বাদ পরলেও টি-টুয়েন্টিতে সৌম্যের পারফর্মেন্সে আস্থা রাখছে বোর্ড।

আর তাই শ্রীলংকার বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজে দলে জায়গা অক্ষুণ্ণ রেখেছেন তিনি। অন্তত এই ফরম্যাটে স্বভাবসুলভ খেলা প্রত্যাশা করাই যায় বাঁহাতি এই ওপেনারের কাছ থেকে।

রুবেল হোসেইনঃ- গত বছরে খেলা পাঁচটি টি-টুয়েন্টিতে ২৪.৫০ গড়ে আটটি উইকেট নিয়েছেন রুবেল। এর মধ্যে তিন উইকেট নিয়েছেন দুইবার করে। সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটে অন্যতম আস্থার প্রতীক রুবেল।

মুস্তাফিজুর রহমানঃ- নিঃসন্দেহ টি-টুয়েন্টির সেরা পেসার মুস্তাফিজ। ১৭ ম্যাচে এখন পর্যন্ত নিয়েছেন ৬.১৬ ইকোনমি রেটে ২৭ টি উইকেট। ২০১৭ সালে নিয়েছেন চার ম্যাচে পাঁচ উইকেট। শ্রীলঙ্কার বিপক্ষেও তার রেকর্ড ভালো (তিন ম্যাচে পাঁচ উইকেট)।

থিসারা পেরেরাঃ- টি-টুয়েন্টিতে ব্যাটে বলে দারুণ নির্ভরযোগ্য লঙ্কান দলের এই অলরাউন্ডার। যদিও জাতীয় দলের জার্সিতে এখনো নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। তবে ফ্রেঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটে দারুনভাবে প্রমাণ করেছেন নিজেকে।

আকিলা ধনঞ্জয়াঃ- ঢাকা টেস্টে বাংলাদেশকে ভোগানো এই স্পিন অলরাউন্ডার সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেটেও হতে পারেন আতঙ্ক, যদিও আশা জাগানিয়া পারফর্মেন্স এখনো করতে পারেননি টি-টুয়েন্টিতে।

দীনেশ চান্দিমালঃ- লঙ্কান অধিনায়ক চান্দিমালের টি-টুয়েন্টি পারফর্মেন্স অনেক বেশী ভাল নয়, তবে টাইগারদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ, টেস্ট সিরিজে লঙ্কা দলকে জেতাতে টনিক হিসেবে কাজ করেছে তার ক্ষুরধার নেতৃত্ব, আর এজন্যই টি-টুয়েন্টিতে তিনি ভয়ঙ্কর, যদিও লঙ্কান নেতৃত্ব সামলাবেন উপুল থারাঙ্গা।

আরো পড়ুন: this topic