একটি ম্যাচ হারলেই বিপদ শ্রীলঙ্কার

আন্তর্জাতিক
একটি ম্যাচ হারলেই বিপদ শ্রীলঙ্কার
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

বাংলাদেশের সঙ্গে দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে অন্তত একটি ম্যাচ হারলেও বিপদে পরবে সফরকারী শ্রীলংকা। কেননা আইসিসির টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ দলের বর্তমান অবস্থান দশম স্থানে। 

টাইগারদের পয়েন্ট ৭৬। অপরদিকে ৮৮ পয়েন্ট নিয়ে এই তালিকার অষ্টম স্থানে আছে শ্রীলংকা। সমান পয়েন্ট নিয়ে তালিকার নবম স্থানে আছে মোহাম্মদ নবী-রাশিদ খানের আফগানিস্তান।

আর সমান পয়েন্ট হওয়াতেই শ্রীলংকার ঘাড়ে নিঃশ্বাস আফগানিস্তানের। অন্তত এক ম্যাচ হারলেও আফগানিস্তান টপকে যাবে শ্রীলংকাকে। অর্থাৎ, তখন শ্রীলংকার পয়েন্ট দাঁড়াবে ৮৬ তে এসে।

আর বাংলাদেশের পয়েন্ট হবে ৭৯। আবার দুই ম্যাচেই যদি শ্রীলংকা হারে তাহলে শ্রীলংকার পয়েন্ট হবে ৮৪। তখন বাংলাদেশের পয়েন্ট হবে ৮২। অর্থাৎ, র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো দলকে টপকানোর সুযোগ না থাকলেও নিশ্চিত অবনমন হবে শ্রীলংকার।

প্রসঙ্গত, আগামী ১৫ই ফেব্রুয়ারি ঢাকার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে টাইগারদের বিপক্ষে শ্রীলংকার টি-টুয়েন্টি সিরিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচটি ১৮ই ফেব্রুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুস্থিত হবে।

আরো পড়ুন: this topic