সেরা বোলারের তালিকায় কাজী অনিক

আন্তর্জাতিক
 সেরা বোলারের তালিকায় কাজী অনিক
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

অবশেষে শেষ হল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ভারতের হাতেই উঠেছে যুবাদের সর্বোচ্চ পর্যায়ের এই শিরোপা। শক্তিশালী এই দলটির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরেই আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

শেষ পর্যন্ত আসরে ষষ্ঠ হয়েছে সাইফ-আফিফদের দল। তবে ব্যাটে বলে লাল সবুজ যুবাদের ভালো সময় কেটেছে এই আসরে। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় অষ্টম অবস্থানে আছেন দলের সহ অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব।

৮১ স্ট্রাইক রেট ও ৪৬ গড়ে ছয় ম্যাচে আফিফ করেছেন ২৭৬ রান। আর উইকেট তালিকায় সেরা দশে স্থান করে নিয়েছেন দলের বাঁহাতি পেসার কাজী অনিক।

ছয় ম্যাচে ৪.১৫ ইকোনমি রেটে এবং ১৯.৭০ গড়ে দশটি উইকেট নিয়েছেন অনিক। সেরা বোলিং ৪৮ রানের বিনিময়ে তিন উইকেট; পেয়েছেন শক্তিশালী ভারতের বিপক্ষে।

এছাড়া নামিবিয়া, কানাডা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা-- সব দলের সঙ্গেই উইকেট পেয়েছেন ১৮ বছর বয়সী এই পেসার। আর ১৪ উইকেট নিয়ে এই তালিকার প্রথম তিনে অবস্থান করছেন ভারতের অনুকুল রয়, আফগানিস্তানের কায়েস আহমেদ ও কানাডার ফয়সাল জামকান্দি।

তবে ১৪.১ স্ট্রাইক রেটে আফগানিস্তানের কায়েস আহমেদ ও কানাডার ফয়সাল জামকান্দিকে পেছনে ফেলে আসরের সেরা উইকেট শিকারি ভারতের অনুকুল রয়।  

ছবি কৃতজ্ঞতাঃ আইসিসি

আরো পড়ুন: this topic