আক্রমণাত্মক খেলাই তামিমের সর্বোৎকৃষ্ট পন্থা

আন্তর্জাতিক
আক্রমণাত্মক খেলাই তামিমের সর্বোৎকৃষ্ট পন্থা
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

বরাবরই আক্রমণাত্মক একজন ওপেনার হিসেবে পরিচিত টাইগার ওপেনার তামিম ইকবাল। কিন্তু বেশ কিছু দিন থেকেই যেন সেই মারমুখী তামিমের পরিবর্তে একজন রক্ষণাত্মক ব্যাটসম্যানের ছায়া দেখা যাচ্ছিলো।

তবে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে আবারো আগের রূপে আবির্ভূত হয়েছেন তামিম। টেস্টের প্রথম দিন খেলেছেন মাত্র ৫৩ বলে ৫২ রানের একটি 'ওয়ানডে' ইনিংস।

এদিন শুরু থেকেই লঙ্কান বোলারদের ওপর চড়াও হয়ে খেলা শুরু করেছিলেন টাইগার এই ওপেনার। যেন ত্রিদেশীয় সিরিজে হারের দুঃখ ব্যাট হাতেই মেটানোর চেষ্টা করছিলেন তিনি।

আর তামিমের দারুণ এই ইনিংসের সুবাদেই অনেকখানি চাপে পড়ে গিয়েছিলো লঙ্কান বোলাররা। তামিমের মূল লক্ষ্যই অবশ্য ছিলো এটি। সেই লক্ষ্যে যে তিনি বেশভালোভাবেই পৌঁছুতে পেরেছেন তার প্রমাণও ইতিমধ্যে পেয়ে গেছে লঙ্কানরা।

টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে তামিম নিজের লক্ষ্যমাত্রা সম্পর্কে বলেছেন, 'আমি যে প্ল্যানে খেলছিলাম, আমার মনে হয়েছিলো, আমি যদি ইতিবাচক শুরু করি, তাহলে ওরা চাপে পড়ে যাবে। এটাই হয়েছে। যে প্ল্যানটা আমি করেছি, সেটা কাজে লেগেছে।'

তামিম আক্রমণাত্মক উপায়ে খেলার কারণেই বেশ দিশেহারা অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলো দীনেশ চান্ডিমালের দলটি। এমনকি একটা সময় তাঁরা কোথায় বল করবে সেটাও নাকি বুঝে উঠতে পারছিলো না বলে অভিমত তামিমের। বললেন, 

'ওদের প্রধান বোলার যারা আছে, তাদের আক্রমণ করতে চেয়েছিলাম। আমি সফলভাবেই তা করেছি। এর ফলে ওরা এমন এক পরিস্থিতিতে পড়েছে, যেখানে ওদের আমরা পড়তে দেখতে চেয়েছিলাম। সত্যি কথা বলতে, একটা পর্যায়ে তারা বুঝতে পারছিলো না কোথায় বল করবে। আমাদের পরিকল্পনা ছিলো আক্রমণ করার। আমরা সেটাতে সফল।'

আরো পড়ুন: this topic