মনস্তাত্ত্বিক???াবে আমরাই এগিয়েঃ হাথুরুসিংহে

আন্তর্জাতিক
মনস্তাত্ত্বিকভাবে আমরাই এগিয়েঃ হাথুরুসিংহে
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

ত্রিদেশীয় সিরিজ জয়লাভ করায় মনস্তাত্ত্বিকভাবে কিছুটা হলেও এগিয়ে থাকবে লঙ্কানরা, এমনটাই বিশ্বাস দলের কোচ চান্দিকা হাথুরুসিংহের। সিরিজের প্রথম টেস্ট শুরুর আগের দিন (মঙ্গলবার) সাংবাদিকদের এমনটাই বলেছেন তিনি। 

"আমাদের সবাইকেই শুন্য থেকে শুরু করতে হয়। তবে যারা ভালোভাবে শুরু করতে পারে, তারা মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে থাকে। তবে গত কয়েক বছরে দুটো দলই ভালো ক্রিকেট খেলার চেষ্টা করেছে।"

তবে বাংলাদেশকে সমীহ করছেন তিনি; "বাংলাদেশের কথাও বলতে হবে। শেষ কয়েক বছরে তারা দারুণ খেলেছে। আমরা একটি একটি করে ম্যাচ আগাতে চাই। আমাদের জেতার জন্য ভালো পরিকল্পনা প্রয়োজন। মাঠে সেগুলো কার্যকরও করে দেখাতে হবে।"

এদিকে বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার অতীত রেকর্ড কিছুটা সমৃদ্ধ হওয়ায় বেশ ফুরফুরে মেজাজে আছেন লঙ্কান কোচ। যদিও গেলো বছরের শেষের দিকে ভারতের বিপক্ষে ভালো করেনি তার দল। 

"ভারতের বিপক্ষে আমাদের ভালো একটি সিরিজ ছিল। যদিও দ্বিতীয় ম্যাচটি ভালো খেলিনি আমরা। তবে ছেলেরা ভালো খেলেছে। আমরা দল হিসেবে ভালো খেলেছি। 

"আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলার চেষ্টা করছি। বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কা আগে ভালো খেলেছিল। তবে শেষ চার বছরে আমরা এখানে কোনো টেস্ট খেলিনি। তবে বাংলাদেশে আমাদের রেকর্ড বেশ ভালো।"


আরো পড়ুন: this topic