রেটিং পয়েন্টে অবনমন টাইগারদের

আন্তর্জাতিক
রেটিং পয়েন্টে অবনমন টাইগারদের
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

মাত্রই শেষ হয়েছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। আর এই সিরিজের ফলাফল ইতিমধ্যেই জেনে গেছেন দেশের সকল ক্রিকেট প্রেমী ভক্ত সমর্থকেরা। এই সিরিজে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলো স্বাগতিক বাংলাদেশ।

টানা তিন ম্যাচে জয়  দিয়ে সিরিজের ফাইনাল নিশ্চিত করার পর স্বভাবতই আত্মবিশ্বাসে টইটম্বুর ছিলো টাইগাররা। সেই কারণেই কিনা ফাইনালের আগের ম্যাচটিকে খুব একটা গুরুত্ব দেয়নি মাশরাফির দল। ফলস্বরূপ সেই ম্যাচে ৮২ রানে অলআউটের লজ্জায় পড়তে হয় টাইগারদের। 

এরপর ফাইনাল ম্যাচেও লঙ্কানদের কাছে হেরে শিরোপা স্বপ্ন ধূলিসাৎ হয় বাংলাদেশের। ম্যাচ হারার পাশাপাশি আরেকটি দুঃসংবাদও এবার শুনতে হচ্ছে সাকিব-তামিমদের। আর সেটি হলো টানা দুই ম্যাচে পরাজয়ের ফলে দুইটি রেটিং পয়েন্ট কমেছে টাইগারদের। 

বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯০ এ। যদিও র‍্যাংকিং এখনও সপ্তমেই রয়েছে তাদের।  এদিকে বাংলাদেশকে দুই ম্যাচে হারিয়ে একটি রেটিং পয়েন্ট বেড়েছে শ্রীলঙ্কার। বর্তমানে ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে তাদের অবস্থান অষ্টমে। 

সর্বশেষ প্রকাশিত ওয়ানডে র‌্যাঙ্কিং এবং রেটিং পয়েন্ট- 

১. দক্ষিণ আফ্রিকা (রেটিং ১২০)

২. ভারত (রেটিং ১১৯)

৩. ইংল্যান্ড (রেটিং ১১৬)

৪. নিউজিল্যান্ড (রেটিং ১১৫)

৫. অস্ট্রেলিয়া (রেটিং ১১২)

৬. পাকিস্তান (রেটিং ৯৬)

৭. বাংলাদেশ (রেটিং ৯০)

৮. শ্রীলঙ্কা (রেটিং ৮৪)

৯. ওয়েস্ট ইন্ডিজ (রেটিং ৭৬)

১০.  জিম্বাবুয়ে (রেটিং ৫৩)

আরো পড়ুন: this topic