দীর্ঘদিন পর জাতীয় দলে রাজু, আউট সানজামুল

আন্তর্জাতিক
দীর্ঘদিন পর জাতীয় দলে রাজু, আউট সানজামুল
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা দলের ওপর রীতিমত ছড়ি ঘোরাচ্ছে বাংলাদেশ। টানা তিন ম্যাচে জিতে ইতিমধ্যে সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে টাইগাররা।

সুতরাং আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ম্যাচে অনেকটা নির্ভার হয়েই মাঠে নামবে মাশরাফি বাহিনী। অপরদিকে ফাইনালের আশা টিকিয়ে রাখতে হলে আজ টাইগারদের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই লঙ্কানদের।

ইতিমধ্যে মিরপুর শের-ই- বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এদিকে আজকের ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। স্পিনার সানজামুল ইসলামের পরিবর্তে দলে অন্তর্ভুক্তি ঘটেছে পেসার আবুল হাসান রাজুর।   

অপরদিকে শ্রীলঙ্কা দলে আজ দুটি পরিবর্তন এসেছে। ইনজুরি আক্রান্ত কুশল পেরেরার পরিবর্তে দলে জায়গা হয়েছে দানুস্কা গুনাথিলাকার এবং দুশমন্ত নুয়ান প্রদীপের বদলি হিসেবে আজ খেলবেন দুশমন্ত চামিরা। 

উল্লেখ্য এখন পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৪২ বার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ৪২তম ম্যাচটি ছিলো চলমান ত্রিদেশীয় সিরিজেই।

সেই ম্যাচটিতে জয় সহ লঙ্কানদের বিপক্ষে টাইগাররা মোট ৬ ম্যাচে জয়ী হয়েছে। বাদবাকি ৩৪ ম্যাচেই জয় পেয়েছে লঙ্কানরা। আর দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

বাংলাদেশ একাদশ-

তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আবুল হাসান রাজু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন

শ্রীলঙ্কা একাদশ- 

উপুল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দীনেশ চান্ডিমাল (অধিনায়ক), আসেলা গুনারত্নে, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, সুরঙ্গা লাকমল, লক্ষ্মণ সান্দাকান, দুশমন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়া। 

আরো পড়ুন: this topic