শচীন-ক্যালিসদের ক্লাবে সাবেক ইংলিশ দলপতি

ছবি:

আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি মাইলফলকের পাশে নিজের নাম লিখিয়েছেন সাবেক ইংলিশ দলপতি অ্যালিস্টার কুক। সিডনি টেস্ট চলাকালীন টেস্ট ক্যারিয়ারে ১২ হাজার রান পূর্ণ করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
সিডনি টেস্ট শুরুর আগে ১১৯৫৬ রান ছিল কুকের। প্রথম ইনিংসে সাজঘরে ফিরেছিলেন ৩৯ রান নিয়ে। দ্বিতীয় ইনিংস মাত্র ৫ রান করলেই ক্যারিয়ারে ১২ হাজার রান ছুঁয়ে ফেলতেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
টেস্টের চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে মিচেল স্টার্কের দ্বিতীয় ওভারে সিঙ্গেল নিয়ে এই মাইলফলকে পা রাখেন কুক। টেস্টে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এই ক্লাবে প্রবেশ করলেন এই ইংলিশ ব্যাটসম্যান।

ইংলিশদের হয়ে ১৫২টি টেস্ট খেলা কুক এরই সাথে যোগ দিয়েছেন শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়দের ক্লাবে। এখন পর্যন্ত টেস্টে ১২০০০ এর উপর রান করেছেন আরও ৫ জন ব্যাটসম্যান।
১৫৯২১ রান নিয়ে এই তালিকায় সবার উপরে আছেন ভারতের গ্রেট ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। প্রায় ১৪ হাজার রান দিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের।
পন্টিংয়ের চেয়ে ১৫০ রান কম নিয়ে তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিস। মাত্র এক রানের জন্য ক্যালিসের কাছে তৃতীয় স্থান হারিয়েছেন ভারতের দ্যা ওয়াল খ্যাত ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়।
লঙ্কানদের সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা আছেন পঞ্চম স্থানে। তাঁর মোট রান ১২৪০০। কুক যেভাবে টেস্টে পারফর্ম করছেন ধারণা করা যাচ্ছে খুব দ্রুতই সাঙ্গাকারাকে টপকে পঞ্চম স্থানে উঠে আসবেন তিনি।