ত্রিদেশীয় সিরিজের সময়ে পরিবর্তন

ছবি:

চলতি মাসের ১৫ তারিখ থেকে মাঠে গড়াবে বাংলাদেশ, শ্রীলংকা এবং জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ। বেলা আড়াইটা থেকে ত্রিদেশীয় সিরিজের সবকটি ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও পরিবর্তন আসছে পূর্বঘোষিত সময়ে।
সবকটি ম্যাচ এখন বেলা আড়াইটার পরিবর্তে অনুষ্ঠিত হবে দুপুর ১২টায়। মূলত আবাহাওয়া এবং মাঠে শিশিরের কথা চিন্তা করেই ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শিতের সময় বেলা বারার সাথে সাথে মাঠে শিশিরের প্রভাব বেড়ে যায়। যেকারণে বোলারদের জন্য সমস্যা হয় বল গ্রিপ করতে। বিশেষ করে স্পিনারদেরকে এই সমস্যায় বেশী পরতে হয়।
এছাড়াও ফিল্ডারদের জন্য অতিরিক্ত শিশিরের মাঝে ফিল্ডিং করাটাও দুর্বহ হয়ে পরে। এসব কথা মাথায় রেখেই ম্যাচের সময় আড়াই ঘন্টা কমিয়ে এনে ১২টা থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
১৫ই জানুয়ারি জিম্বাবুয়ের এবং বাংলাদেশের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজের মূল লড়াই। ২৭ই জানুয়ারি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।