আইসিসির ‘রানওয়ে লিডার’ বিশ্বসেরা সাকিব

ছবি:

২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই দারুণ সময় পার করেছেন টাইগারদের টেস্ট এবং টি-টুয়েন্টি দলপতি সাকিব আল হাসান। ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফর্ম করে জায়গা করে নিয়েছেন আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশে।
আইসিসির সেরা একাদশে জায়গা করে নেয়ার পাশাপাশি আরও বেশ কয়েকটি দেশের প্রকাশিত সেরা একাদশে উঠে এসেছে সাকিবের নাম। এছাড়াও গেল বছর প্রায় পুরোটা জুড়েই আইসিসির খেলোয়াড় র্যাংকিংয়ে তিন ফরম্যাটের সেরা অলরাউন্ডারের জায়গাটি দখল করে রেখেছিলেন তিনি।
এতো সব অর্জনের পর আরও আরও একটি পুরস্কার এলো সাকিবের ঝুলিতে। গেল বছর ধারাবাহিক পারফর্মেন্স ধরে রাখার কারণে পুরস্কার হিসেবে সাকিবকে ‘রানওয়ে লিডার’ আখ্যা দিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গেল সোমবার আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে,

‘টেস্টে ভারতের রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজা, ওয়ানডেতে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে পেছনে ফেলে সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের সাকিব আল হাসান 'রানওয়ে লিডার' খেতাব পেয়েছেন।’
২০১৭ সালে টেস্ট ও টি-টোয়েন্টিতে সেরা অলরাউন্ডার থেকেই বছর শেষ করেছেন সাকিব। ওয়ানডে র্যাঙ্কিংয়েও রাজত্ব করেছেন বছরজুড়ে। কিন্তু গেল বছরের শেষ দিকে এসে পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের কাছে ওয়ানডের শীর্ষস্থান হারাতে হয় তাকে।
টানা ২৮৪ দিন সেরা টেস্ট অলরাউন্ডার , ২৮৩ দিন ওয়ানডে ও ৩১০ দিন টি-টোয়েন্টি অলরাউন্ডার হিসেবে সেরার জায়গা ধরে রেখেছেন সাকিব। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিববের অফিসিয়াল পেইজ থেকে এ বিষয়ে একটি পোস্ট দেয়া হয়েছে। পোস্টে লেখা হয়েছে,
‘অনবদ্য আরেকটি অর্জন! ক্রিকেটের তিন ফরম্যাটের অলরাউন্ডার র্যাংকিংয়ের সেরা হওয়ায় ‘রানওয়ে লিডার’ হিসাবে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। সাফল্যের এই প্রাপ্তি আসন্ন সিরিজগুলোতেও তাকে আরও ভালো খেলার প্রেরণা জোগাবে অবশ্যই।’