promotional_ad

'বুলবুল, আমি তো মরে গেলাম!'

promotional_ad

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ ছিলেন ভারতের সাবেক অলরাউন্ডার রমন লাম্বা। এদেশের ঘরোয়া ক্রিকেটের সাথে তার সম্পর্ক ছিল প্রায় সাত বছরের। 


সর্ব প্রথম ১৯৯১-৯২ মৌসুমে  আবাহনীর হয়ে ঢাকার মাঠে অভিষেক হয়  তার। সেবছর পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও। তার পরের সাত মৌসুমে খেলেছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে।


আবাহনীর জার্সিতে প্রথমবার খেলার পর পরেরবার খেলেছেন জিএমসিসি ক্লাবের হয়ে। মাঝখানে চট্টগ্রাম মহানগরীতে আয়োজিত স্টার সামার ক্রিকেটে ব্রাদার্সের জার্সিতেও দেখায় যায় তাকে।


আর নিজের ক্যারিয়ারের সর্বশেষ ডিপিএলে খেলেছেন সেই আবাহনীর জার্সিতেই। তবে শেষবারের মত বাংলাদেশে খেলতে এসে আর ক্রিকেট মাঠ থেকে সুস্থ হয়ে ফেরা হয়নি এই অলরাউন্ডারের।


ঘটনাটি আজ থেকে আরও ২০ বছর আগের। আজ থেকে কুড়ি বছর আগে ১৯৯৮ সালের ২০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর জার্সিতে ফিল্ডিং করছিলেন রমন লাম্বা।



promotional_ad

সেদিন আবাহনীর বিপক্ষে মাঠে লড়ছিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। মোহামেডানের হয়ে ক্রিজে ছিলেন টাইগারদের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। অপি ক্রিজে থাকা অবস্থায় হেলমেট ছাড়াই শর্ট পজিশনে ফিল্ডিং করতে দাঁড়িয়েছিলেন লাম্বা।



সে সময় আবাহনীর উইকেট রক্ষক এবং ভারপ্রাপ্ত অধিনায়ক খালেদ মাসুদ পাইলট হেলমেট পরার জন্য লাম্বাকে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু পাইলটের সেই কথায় সাড়া দেননি এই ভারতীয় ক্রিকেটার।



সেসময় অপির হাঁকানো বলটি এসে আঘাত করে তার মাথায়। তখন নন-স্ট্রাইকিং প্রান্তে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বুলবুল রমন লাম্বাকে গিয়ে জিজ্ঞেস করেন, ‘তুমি ঠিক আছ?’। রমন লাম্বা কৌতুক করে বলেন, ‘বুলি ম্যায় তো মার গ্যায়া ইয়ার’ (বুলি, আমি তো মরে গেলাম!)।



এটা বলার পরই মাঠ থেকে বেরিয়ে যান এই ক্রিকেটার। কিন্তু কিছুক্ষণ পরেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। পরবর্তীতে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টানা তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২৩ ফেব্রুয়ারি হার মানেন তিনি। 


মৃত্যুকালে তার বয়স ছিল ৩৮। আজ সেই চলে যাওয়া রমন লাম্বার জন্মদিন। ১৯৬০ সালে ভারতের উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেন এই ক্রিকেটার । ভারতের হয়ে সাদা পোষাকে চারটি ম্যাচ খেলেছেন লাম্বা।


টেস্টের পাশাপাশি ৩২টি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন অলরাউন্ডার লাম্বা। ১৯৮৬ সালে কানপুরে শ্রীলংকার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় তার।  এর আগে একই বছর জয়পুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেন প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। শেষ আন্তর্জাতিক ওয়ানডেটি তিনি খেলেছেন ১৯৮৯ সালে লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে।


সূত্র এবং ছবিঃ অলি গলি ডট কম



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball