বাটলারের তান্ডবের পরও জিতলো হ্যারিকেন্সরা

আন্তর্জাতিক
বাটলারের তান্ডবের পরও জিতলো হ্যারিকেন্সরা
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

সোমবার বিগ ব্যাশে দিনের প্রথম ম্যাচে সিডনি থান্ডারের বিপক্ষে জয় পেয়েছে হোবার্ট হ্যারিকেন্স। এদিন শেন ওয়াটসনের সিডনিকে ৯ রানে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নিয়েছে হ্যারিকেন্সরা। 

এদিন টসে জিতে হ্যারিকেন্সদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান থান্ডার দলপতি শেন ওয়াটসন। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৬ রান যোগ করার সাজঘরে ফিরে যান অ্যালেক্স ডুলান। 

ডুলানের ব্যাট থেকে আসে পাঁচ রান। ডুলান ফিরলেও আর্চি শর্ট এবং ম্যাথিউ ওয়েড মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ৫৮ রান যোগ করেন। পরবর্তীতে ওয়েড ২৭ রান করে ফিরলেও উইকেটে থিতু হয়ে খেলতে থাকেন।

ব্যাট হাতে দ্রুত রান তুলে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যেতে থাকেন তিনি। কিন্তু সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকা অবস্থায় ওয়াটসনের বলে বিদায় নেন তিনি। শেষ পর্যন্ত বেন ম্যাকডারমটের অপরাজিত ৪৯ রানের উপর ভর করে ৩ উইকেটে ১৮৯ রান স্কোরবোর্ডে তুলে হ্যারিকেন্সরা।

১৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬৯ রান যোগ করেন দুই ওপেনার কুরটিস প্যাটারসন এবং জস বাটলার। কুরটিস ৩৬ রানে ফিরলেও ওয়াটসনকে সঙ্গে নিয়ে দলকে জয়ের কাছে নিয়ে যেতে থাকেন বাটলার।

ওয়াটসন দলীয় ১২৫ রানে বিদায় নিলেও ক্রিজে থাকেন বাটলার। কিন্তু দলের বাকি ব্যাটসম্যানরা তাকে সঙ্গ দিতে পারেননি। একে একে সবাই উইকেট ছুড়ে আসতে থাকেন।

শেষ পর্যন্ত বাটলার ৪৩ বলে ৮১ রান করে বিদায় নিলে ৯ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে থান্ডাররা। হ্যারিকেন্সদের হয়ে জোফরা আর্চার  এবং ক্যামেরন বয়েস নেন ২টি উইকেট। 

আরো পড়ুন: this topic