বাংলাদেশ নয়, আফগানিস্তানের কোচ সিমন্স

ছবি:

সাবেক ক্যারিবিয়ান জাতীয় দলের কোচ ফিল সিমন্সকে আফগানদের নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এতদিন রশিদ-নবীদের প্রশিক্ষক হিসেবে ছিলেন ভারতের লালাচাঁদ রাজপুত।
কিন্তু এই কোচের সাথে নতুন চুক্তি না করায় আফগানিস্তান দলের কোচ পদটি এতদিন খালিই ছিল। আর এই খালি পদটিতে একজন বিশ্বকাপ জয়ী কোচকে নিয়োগ দিতে পেরেও বেশ খুশি এসিবির ক্রিকেট কর্তারা।
এর আগে ফিল সিমন্স আফগানদের ব্যাটিং উপদেষ্টা হিসেবে ছিলেন বেশ কয়েকদিন। কয়েক দিন আগে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগে টাইগারদের কোচিংয়ের পদটি খালি হয়। এই খালি পদে কোচ নিয়োগ দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক কথা বলা হয় ফিল সিমন্সের সাথে।

কিন্তু দুই পক্ষের অসম্মতিতে শেষ পর্যন্ত সিমন্সের আর সাকিব-তামিদের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ হয়নি এই কোচের। এর আগে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দলকে কোচিং করিয়েছেন সিমন্স।
জিম্বাবুয়েতে খুব একটা সফল না হলেও আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দল তার সময়ে দারুন কীর্তি গড়ে। সহযোগী দেশ আয়ারল্যান্ড তার সময়ে বাদ পড়েনি আইসিসি'র বড় কোন টুর্নামেন্ট থেকে।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজ দলকে বিশ্বকাপ জিতিয়ে নিজের কোচিং দর্শনে নতুন স্বাক্ষর রাখেন সিমন্স। তবে প্রায় ১৪ বছর ধরে কোচিং করানো সিমন্স যে আফগান ক্রিকেট উন্নতির অবদান রাখবে এটি অনুমান করা যেতেই পারে।