promotional_ad

ম্যাককালামদের দাঁড়াতেই দিলনা স্ট্রাইকার্সরা

promotional_ad

রবিবার বিগ ব্যাশে দিনের এক মাত্র ম্যাচে ব্রেন্ডন ম্যাককালামের ব্রিসবেন হিটের বিপক্ষে জয় পেয়েছে ট্রাভিস হেডের অ্যাডিলেড স্ট্রাইকার্স। এদিন হিটদের ৫৬ রানে হারিয়েছে ট্রাভিস হেডের দল। 


ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্ট্রাইকার্স দলপতি ট্রাভিস হেড। ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানে ওপেনার অ্যালেক্স ক্যারিকে হারিয়ে বসে তারা। এরখানিক পর আরেক ওপেনার জেক ওয়েদারল্যান্ডও বিদায় নেন ২০ রান করে।


২৯ রানে ২ উইকেট হারিয়ে বসা স্ট্রাইকার্সদের উদ্ধার করতে পারেননি অধিনায়ক হেডও। দলীয় ৪২ রানে ব্যকিতগত ১৩ রানে ইয়াসির শাহর শিকার হয়ে বিদান নেন এই ব্যাটসম্যানও ।



promotional_ad

তিন উইকেট হারিয়ে বসা স্ট্রাইকার্সদের সেখান থেকে টেনে তুলেন প্রোটিয়া ব্যাটসম্যান কলিন ইংরাম এবং জনাথান ওয়েলস। ওয়েলস এবং ইংরাম জুটি গড়ে তুলে দলের হাল ধরেন। 


কিন্তু স্কোরবোর্ডে ৭৬ রান যোগ করতেই এই দুজনই উইকেট বিলিয়ে দেন। এরপর ড্যারেন লেহম্যানের পুত্র জেক লেহম্যানের ২২ এবং মাইকেল নেসেরের অপরাজিত ৪০ রানের উপর ভর করে স্কোরবোর্ডে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৭ রান তুলে ট্রাভিস হেডের দল।


হিটের পক্ষে জশ লেলর একাই নেন ৪০ রান দিয়ে ৩ উইকেট। ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্ট্রাইকার্স বোলারদের তোপে মাত্র ৯১ রানে অল আউট হয়ে হিটরা। হিটের পক্ষে ক্যামেরন গ্যানন করেন সর্বোচ্চ ২৩ রান।



এছাড়াও ব্রেন্ডন ম্যাককালাম করেন ১৫ রান। স্ট্রাইকার্সদের হয়ে বেন লাফলিন নেন ৩টি উইকেট। এছাড়াও রশিদ খান এবং মাইকেল নেসের নেন ২টি করে উইকেট। এই জয়ে তিন ম্যাচের তিনটিতে জিতে শীর্ষস্থান ধরে রাখলো অ্যাডিলেড স্ট্রাইকার্স।  





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball