promotional_ad

ক্লোজ ম্যাচে ব্যাটসম্যান হয়ে ওঠার আশ্বাস তাসকিনের

promotional_ad

সামনের মাসেই শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের ত্রিদেশীয় সিরিজ। তারপর লঙ্কানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ দল। বাংলাদেশের সদ্য বিদায়ী কোচ চান্ডিকা হাথুরুসিংহে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা দলের কোচ।


তারপরও, নিজেদের দক্ষতা অনুযায়ী খেলতে পারলে সিরিজ জেতা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ। এই পেস তারকার মতে, হাথুরুসিংহে টাইগার ক্রিকেটারদের শক্তিমত্তা ও দুর্বলতার বিষয়গুলো জানলেও বড়জোর কিছুটা সুবিধা পেতে পারেন তিনি।


তার পক্ষে এর চেয়ে বেশি কিছু করে সম্ভব নয় বলে মনে করেন তাসকিন। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে  একথা জানিয়েছেন, টাইগার স্পিড স্টার।



promotional_ad

তাসকিনে ভাষ্যমতে, 'হাথুরুসিংহে অনেক দিন আমাদের কোচ ছিলেন। সে আমাদের ভালো মন্দ সবকিছু জানে। কার শক্তি কোনটা বা কার দুর্বলতা কোনটা সেটা সে জানে। এর জন্য তারা কিছুটা সুবিধা পেতে পারে তবে আমার বিশ্বাস দেশের মাটিতে নিজের সামর্থ্য অনুযায়ী খেললে সিরিজ জিততে পারবো।'




এদিকে, অন্যান্য দেশের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা ব্যাট হাতে ভূমিকা রাখলেও, সে দিক থেকে অনেকটা পিছিয়ে টাইগার লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা। তবে এই জায়গায় উন্নতির জন্য টাইগার লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা যথেষ্ট পরিশ্রম করছেন বলেও জানালেন  এই টাইগার পেসার।



আজ অনুশীলন শেষে এমনটাই মন্তব্য করেছেন পেসার তাসকিন আহমেদ, 'ক্লোজ ম্যাচে বোলারদের একটু ভূমিকা রাখতে হয়। সেক্ষেত্রে অন্যান্য দেশের লোয়ার অর্ডারে বোলাররা ভালো ব্যাট করে থাকে। আমরাও উন্নতি করেছি। তবে আরও উন্নতি করতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball