আবারো বোলারদের অনুশীলন করালেন সুজন

ছবি:

আসন্ন শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে গত ২৭শে ডিসেম্বর (বুধবার) থেকে ক্যাম্প শুরু করেছে টাইগার ক্রিকেটাররা।
আর সেদিন থেকেই বোলারদের বেসিক নিয়ে কাজ শুরু করেছেন নবনিযুক্ত টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। কেননা লঙ্কানদের বিপক্ষে বোলারদের দিয়েই বাজিমাত করার উদ্দেশ্য তাঁর।
বুধবারের পর আজ থেকে আবারো টানা দ্বিতীয়বারের মতো পেসারদের নিয়ে কাজ শুরু করেছেন সুজন। শুধু বোলিংই নয়, পাশাপাশি তাদের ব্যাটিংয়ের দিকেও মনোযোগী সাবেক এই টাইগার অধিনায়ক।

এদিন বিসিবির অ্যাকাডেমি মাঠে অনুশীলনের শুরুতেই যে সকল বোলার প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন তাদের নেটে ব্যাটিং করতে পাঠান সুজন।
সাইফউদ্দিন, রাহী, রাব্বি, রনি ও আরিফুলদের ব্যাটিং অনুশীলন শেষে তাদের বোলিং নিয়েও কাজ করেন খালেদ মাহমুদ।
এর আগে রুবেল, শুভাশিস, তাসকিন, শফিউল ও মুস্তাফিজের লাইন এবং লেন্থ নিয়ে দীক্ষা দিয়েছিলেন নবনিযুক্ত টেকনিক্যাল ডিরেক্টর।
উল্লেখ্য, আগামী ১৫ তারিখ অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজ ও এরপর শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের লড়াইয়ে মাঠে নামবে টাইগাররা।