সাইফদের উপভোগের দীক্ষা দিলেন মুস্তাফিজ

আন্তর্জাতিক
সাইফদের উপভোগের দীক্ষা দিলেন মুস্তাফিজ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

২০১৪ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশ যুব দলের স্কোয়াডে ছিলেন মুস্তাফিজুর রহমান। সেবার বিশ্বকাপে অংশ নিয়ে ছয় ম্যাচে নয় উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি পেসার।

যুব বিশ্বকাপ খেলার এক বছরের মধ্যেই জাতীয় দলে জায়গা করে নেয়ার পাশাপাশি আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নেন মুস্তাফিজ। যুব বিশ্বকাপকে সাফল্যের সিঁড়ি বলেও অ্যাখ্যা দিয়েছেন এই পেসার।

বাংলাদেশ দলের এখন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি। মুস্তাফিজ যুব বিশ্বকাপে অংশ নেয়ার পর পেরিয়ে গিয়েছে ৪ বছর। আগামী মাসেই আবারো বসবে যুব বিশ্বকাপের আসর।

আসন্ন বিশ্বকাপে অংশ নিতে ইতিমধ্যে নিউজিল্যান্ডে অবস্থান করছেন আফিফ-সাইফরা। আর বাংলাদেশ দলের এই পেসার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলার স্মৃতিচারণ করে ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য প্রত্যাশা করেন। 

আইসিসির অফিসিয়াল ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাতকারে চার বছর পূর্বের বিশ্বকাপের কথা স্মরণ করেন এই পেসার। তিনি বলেন, 'আমাদের স্কোয়াডে যে ১৫ জন ক্রিকেটার ছিলেন তাদের ৭ জনই জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছে। আর আমি যখনই জাতীয় দলে যুব বিশ্বকাপের স্কোয়াডে থাকা কোন ক্রিকেটারকে পাই আমার খুব ভালো লাগে তখন।' 

এছাড়াও আসন্ন বিশ্বকাপে তরুণদেরকে শুভকামনা জানাতে ভুলেন ফিজ। পাশাপাশি যুবাদেরকে বিশ্বকাপে ভালো করার জন্য উপদেশ দেন এই পেসার। তিনি আরও বলেন, 'বিশ্বকাপে অংশ নেয়ার ফলে আমি আরও বেশী নিজেকে ফিট করে তুলতে পেরেছিলাম।

আর যখন প্রথম জাতীয় দলে খেলি তখন যুব বিশ্বকাপে খেলাই আমাকে অনুপ্রেরনা দিয়েছিলো। আর এবার যুব বিশ্বকাপে যারা অংশ নিচ্ছেন তাদের বলছি, সবার মধ্য থেকে সেরাদের বেঁছে নেয়া হয়েছে। আর তারাই দেশকে প্রতিনিধিত্ব করবে, বিষয়টি খুব গর্বের। নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে তাদের এবং খেলাটাকে উপভোগ করতে হবে।'

আরো পড়ুন: this topic