সাকিব ইস্যু ছিল পাপনের মিথ্যাচার - হাথুরু

ছবি:

'দলের হয়ে এতো গুরুত্বপূর্ণ খেলাটি সে কেন খেলবে না ?' বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের ভাষায় শেষ বারের মত বাংলাদেশে এসে সাকিবের বিশ্রাম ইস্যুতে এমন অভিযোগ করেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে।
অন্য শব্দে বললে, দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবের ছুটি পছন্দ হয় নি হাথুরুর। সংবাদ মাধ্যমে এমন কথাই বলেছিলেন বিসিবি চিফ। তবে এই ইস্যুতে হাথুরুকে কোন মন্তব্য করতে শোনা যায় নি। কিন্তু বেশিদিন মুখ বন্ধ রাখতে পারলেন না এই শ্রীলঙ্কান।

ক্রিকবাজের সাক্ষাতকারে সাকিব ইস্যুতে পাপনের মন্তব্যকে মিথ্য দাবী করছেন তিনি। হাথুরুসিংহে বলেছেন, 'এটা মোটেও সত্য নয়। মিঃ নাজমুল হাসান খুবই চালাক চতুর মানুষ। ভিন্ন কোন উদ্দেশ্যে হয়তো তিনি এই কথা বলেছেন।'
তার ধারনা সাকিবকে তাঁতিয়ে তোলার জন্যই নাজমুল হাসান এমন কথা বলেছেন। একই সাথে সাকিবকে টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব দেয়াতেও বেশ অবাক হয়েছেন হাথুরু।
'হয়তো সাকিবকে রাগান্বিত করার জন্য এই কথা বলেছেন, কে জানে। আমি দেখলাম সাকিবকে অধিনায়ক করা হয়েছে। কোন বিশেষ করনেই হয়তো এটা করা হয়েছে।'
পরিস্থিতি সামাল দেয়ার ক্ষেত্রে নাকি নাজমুল হাসানের জুড়ি নেই। ভিন্ন সুরে নাজমুল হাসান পাপনের প্রশংসাও করেন তিনি। 'তিনি খুবই চালাক মানুষ, বিশেষ করে যখন কোন কঠিন পরিস্থিতি সামাল দেয়ার দরকার... তখন তার জুড়ি নেই।'