মুস্তাফিজ-তাসকিনদের সময় দিলেন প্রিন্স

আন্তর্জাতিক
মুস্তাফিজ-তাসকিনদের সময় দিলেন প্রিন্স
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

প্রাথমিক দলে থাকা ৩২ জন ক্রিকেটারকে নিয়ে বর্তমানে চলছে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। এই ক্যাম্পের মাঝেই ঘোষণা করা হবে আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলংকা সিরিজের জন্য টাইগারদের স্কোয়াড।

যে কারণে দলে জায়গা করে নিতে ক্যাম্পে পূর্ণ মনোযোগী জাতীয় দলে থাকা ক্রিকেটাররা। নিজেদেরকে পুরোপুরি ভাবে ফিট করে তুলতেই ক্যাম্পের মধ্য দিয়ে নিজেদের ঝালাই করে নিচ্ছেন রিয়াদ-মুশফিকরা। 

আর বৃহস্পতিবার ক্যাম্পের দ্বিতীয় দিন টাইগার খেলোয়াড়দের অনুশীলন দেখতে এসেছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার গোলাম নওশের প্রিন্স। নম্বইয়ের দশকে বাংলাদেশ দলের অন্যতম সেরা পেসার ছিলেন প্রিন্স। 

যুক্তরাষ্ট্র প্রবাসী হলেও বেশ কয়েকদিনের জন্য বাংলাদেশে এসেছেন তিনি।  আর বাংলাদেশে এসে দেখতে গিয়েছিলেন ক্রিকেটারদের প্রস্তুতি। ফাস্ট বোলারদের সঙ্গে সময়ও কাটিয়েছেন বেশ কিছু সময়।

হাতে ধরে অনুশীলন করিয়েছেন মুস্তাফিজ-তাসকিনদেরকে। এছাড়াও বাকিদের বোলিং নিয়ে দিয়েছেন নানান পরামর্শ। জাগোনিউজের সাথে আলাপকালে এই সাবেক ক্রিকেটার বলেছেন,  'ওরা বেশ ভালো, ওদের মধ্যে প্রতিভা আছে। আমি ওদের কাছে আমার অভিজ্ঞতা শেয়ার করেছি।' 

আরো পড়ুন: this topic