মাশরাফি-তামিম ছাড়াই প্রস্তুতিতে টাইগার স্কোয়াড

আন্তর্জাতিক
মাশরাফি-তামিম ছাড়াই প্রস্তুতিতে টাইগার স্কোয়াড
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজকে সামনে রেখে  প্রস্তুতি ক্যাম্পে ব্যস্ত হচ্ছে ক্রিকেটাররা। কিন্তু শুরুর দিকে ক্যাম্পে যোগ দিতে পারছেন না ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ওপেনার তামিম ইকবাল।

মাশরাফি বিন মুর্তজা পরিবার সহ দেশের বাইরে (থাইল্যান্ড) গিয়েছেন চিকিৎসার উদ্দেশ্যে। পহেলা জানুয়ারি দেশে ফেরার কথা মাশরাফি পরিবারের। ২ জানুয়ারির আগে অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারছেন না তিনি।


শুরুর দিকে থাকতে পারছেন না তামিম ইকবালও। হেয়ার ট্রান্সপ্লান্ট এর জন্য ভারতের মুম্বাইতে গিয়েছেন জাতীয় দলের এই ওপেনার। অনুশীলন ক্যাম্পের শুরুর দুই দিন তামিমকে নাও পাওয়া যেতে পারে।

দেশের বাইরে গিয়েছিলেন অন্য তিন সিনিয়র ক্রিকেটারও। পরিবার সহ উমরাহ্‌ পালন করে এসেছেন সাকিব আল হাসান। স্ত্রি সহ চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক ঘুরে এসেছেন সাবেক টেস্ট কাপ্তান মুশফিক।

থাইল্যান্ড ঘুরে এসেছেন মাহমুদুল্লাহ রিয়াদও। ইতিমধ্যে দুই দিন অনুশীলনও করেছেন তিনি। সাকিব, মুশফিক ও রিয়াদ ক্যাম্পের শুরু থেকেই স্কোয়াডের বাকী সদস্যের সাথে অনুশীলন করবেন।

দেখে নিন ৩২ সদস্যের ঘোষিত বাংলাদেশ দলটি- 

১। তামিম ইকবাল

২। মুস্তাফিজুর রহমান

৩। ইমরুল কায়েস

৪। তাসকিন আহমেদ

৫। লিটন কুমার দাস

৬। শফিউল ইসলাম

৭। আনামুল হক বিজয়

৮। আবু হায়দার রনি

৯। নাজমুল ইসলাম শান্ত

১০ আবু জায়েদ রাহি

১১। মমিনুল হক

১২। শুভাশিষ রায়

১৩। সাদমান ইসলাম

১৪। রুবেল হোসেন

১৫। সাকিব আল হাসান

১৬ আবুল হাসান রাজু

১৭। মুশফিকুর রহিম

১৮। কামরুল ইসলাম রাব্বি

১৯ মাহমুদউল্লাহ রিয়াদ

২০। তাইজুল ইসলাম

২১। নাসির হোসেন

২২। মেহেদী হাসান মিরাজ

২৩। মোসাদ্দেক হোসেন সৈকত

২৪। নাজমুল ইসলাম অপু

২৫। সাব্বির রহমান

২৬। সানজামুল ইসলাম

২৭। মোহাম্মদ মিথুন

২৮। আরিফুল হক

২৯। সৌম্য সরকার

৩০। মেহেদী হাসান

৩১। মাশরাফি বিন মর্তুজা

৩২। মোহাম্মদ সাইফউদ্দিন

সূত্রঃ কালের কণ্ঠ

আরো পড়ুন: this topic