পাওয়ার প্লে'তে মারাঠাদের পাঁচ উইকেট তুলে নিলো সাকিবরা

ছবি:

টি-টেন লীগের প্রথম সেমিফাইনালে রবিবার সন্ধ্যায় মাঠে নামছে ইয়ন মরগান-সাকিব আল হাসানের কেরেলা কিংস এবং ইমাদ ওয়াসিমের মারাঠা ওয়ারির্স। ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিংস দলপতি ইয়ন মরগান।
মরগানের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি মারাঠাদের। ম্যাচের প্রথম ওভারেই রাইলি রুশো এবং অ্যালেস হেলসকে হারিয়ে বসে তারা। এরপরের ওভারে ইংলিশ হার্ডহিটার রস হোয়াইটলিকেও বিদায় করেন সাকিব-মরগানরা।

দ্রুত তিন উইকেট হারানো মারাঠাদের উদ্ধার করতে পারেননি আজকার স্টানিকজাই এবং ভান ডার মারওয়েও। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ২৯ রানে ৫ উইকেট হারিয়ে বসে ইমাদ ওয়াসিমের দল।