টসে জিতে ফিল্ডিংয়ে নাসিরের সিলেট

ফ্র্যাঞ্চাইজি লিগ · বি পি এল
টসে জিতে ফিল্ডিংয়ে নাসিরের সিলেট
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

বিপিএলের শেষ চারে যাওয়ার আশা বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে আজ দুপুর একটায় চিটাগাং ভাইকিংসের মুখোমুখি হচ্ছে নাসির হোসেনের সিলেট সিক্সার্স। ইতিমধ্যে এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট অধিনায়ক নাসির হোসেন।

এদিকে চলমান বিপিএল আসর থেকে ইতিমধ্যেই ছিটকে পড়েছে চিটাগাং ভাইকিংস। বর্তমানে ১০ ম্যাচে মাত্র ২ টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে অবস্থান করছে দলটি।

অপরদিকে ১০ ম্যাচে ৩ জয় নিয়ে চিটাগাংয়ের ঠিক ওপরেই অবস্থান করছে নাসির হোসেনের সিলেট সিক্সার্স। তবে পয়েন্ট টেবিলের অবস্থান নাজুক হলেও এখনও শেষ চারে যাওয়ার আশা কিছুটা জিইয়ে আছে সিলেটের।  

বর্তমানে চিটাগাং ও সিলেট উভয় দলেরই গ্রুপ পর্বে  সমান দুটি করে ম্যাচ বাকি রয়েছে। শেষ চারে উঠতে হলে নাসিরের দলকে আজকের ম্যাচটি সহ শেষ ম্যাচটিতেও  জয় পেতে হবে। আর সেই লক্ষ্য নিয়েই আজ খর্ব শক্তির চিটাগাং ভাইকিংসের মুখোমুখি হচ্ছে সিলেট সিক্সার্স। 

এবারের টুর্নামেন্টেে একেবারেই সাদামাটা একটি দল নিয়ে খেলতে এসেছে চিটাগাং। দলটিতে বিদেশী ক্রিকেটার বলতে আছেন শুধুমাত্র আছেন ক্রিস জর্ডান, দিলশান মুনাওয়েরা, স্টিয়ান ভ্যান জিল, নাজিবুল্লাহ জাদরানের মতো ক্রিকেটাররা।

অপরদিকে তাদের প্রতিপক্ষ সিলেট বিদেশী ক্রিকেটার দলে ভেড়ানোর ক্ষেত্রে কিছুটা হলেও এগিয়ে আছে। তাদের দলটিতে আছে বাবর আজম, টিম ব্রেসনান, আন্দ্রে ফ্লেচার, দানুস্কা গুনাথিলাকা, রস হোয়াইটলিরা। 

সিলেট সিক্সার্স স্কোয়াড- 

আবুল হাসান, বাবর আজম, টিম ব্রেসনান, আন্দ্রে ফ্লেচার, গুলাম মুদাসসের, দানুস্কা গুনাথিলাকা, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শরীফ, নাবিল সামাদ, নাসির হোসেন (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক),  লিয়াম প্ল্যাঙ্কেট, সাব্বির রহমান, শুভাগত হোম, সোহেল তানভীর, তাইজুল ইসলাম, উপল থারাঙ্গা, রস হোয়াইটলি। 

চিটাগাং ভাইকিংস স্কোয়াড- 

আল-আমিন, আনামুল হক (উইকেটরক্ষক), রায়াদ এমরিট, ক্রিস জর্ডান, মিসবাহ উল হক, দিলশান মুনাওয়েরা, নাজিবুল্লাহ জাদরান, নাইম হাসান, লুক রঙ্কি, সিকান্দার রাজা, সৌম্য সরকার, শুভাশিষ রায়, সোহরাওয়ার্দি শুভ, সানজামুল ইসলাম, তানবির হায়দার, তাসকিন আহমেদ, স্টিয়ান ভ্যান জিল।

আরো পড়ুন: this topic