জো রুটের নতুন মিশন

ছবি:

সংখ্যাটা ১১২২, বিশ্বের সবচেয়ে জমজমাট টি-টুয়েন্টি প্রতিযোগিতা আইপিএলের মেগা নিলামের জন্য নাম নিবন্ধন করা ক্রিকেটারের সংখ্যাটা চমকে দেয়ার মত। এদের মধ্যে বিদেশি ক্রিকেটারের সংখ্যাটাও গতবারের তুলনায় বেড়েছে।
এবারের নিলামে ২৮২ জন বিদেশি তারকার নাম তোলা হবে নিলামে। তালিকায় সবচেয়ে বড় আকর্ষণ ইংলিশ অধিনায়ক জো রুটের নাম। গত বছর ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কত্ব পাওয়া রুট এবার প্রথমবারের মত দেশের বাইরে টি-টুয়েন্টি লীগে নিজেকে সপে দিতে চাইছেন।

আরও পড়ুনঃ রুটের আইপিএল ভাবনা ও বাস্তবতা
রুট সহ মোট ২৬ জন ইংলিশম্যানের নাম আইপিএল নিলামে তোলা হবে। নিউজিল্যান্ডের ৩০ জন, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার ৩৯ জনের নাম নিলামে তোলা হবে। নিমালে সবচেয়ে বেশি থাকছে অস্ট্রেলিয়া (৫৮ জন) ও দক্ষিণ আফ্রিকার (৫৭ জন) ক্রিকেটাররা।
আফগানিস্তানের ক্রিকেটারদের কদরও কম নয় এবারের আইপিএল নিলামে। ১৩ জন আফগান ক্রিকেটারকে এবারের আইপিএল নিলামে তোলা হবে। বাংলাদেশ থেকে আটজন ক্রিকেটারের নাম জমা দিয়েছেন বিসিবি।