মমিনুলের পাঁচ হাজার

ছবি:

বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) শুরু আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে পাঁচ হাজার রানের দ্বারপ্রান্তে ছিলেন ব্যাটসম্যান মমিনুল হক। ইস্ট জোনের হয়ে সাউথ জোনের বিপক্ষে খেলতে নামার আগে মিনির পাঁচ হাজার রান পূরণ করতে প্রয়োজন ছিল আরও ২১০ রান।
আর সাউথ জোনের বিপক্ষে প্রথম ইনিংসেই এই মাইলফলক স্পর্শ করে ফেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। দক্ষিণ অঞ্চলের বিপক্ষে মমিনুল খেলেছেন ২৫৮ রানে অসাধারণ ইনিংস। এই ইনিংসের মধ্যে দিয়ে তিনি ছুঁয়ে ফেলেন প্রথম শ্রেণীর ক্রিকেটে পাঁচ হাজার রান করার কীর্তি।

প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে প্রথম দিন ১৬৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন মমিনুল। দ্বিতীয় দিন সকালে ব্যাট করতে নেমেই তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি।
গতকাল শেষ পর্যন্ত থামেন ব্যক্তিগত ২৫৮ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসও খেলে ফেলেন তিনি। এর আগে তার সর্বোচ্চ ইনিংসটি ছিল ২৩৯ রানের।
এখন পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে ৭৪টি ম্যাচ খেলেছেন মমিনুল। যেখানে রয়েছে ১১ শতক ও ২৮টি অর্ধশতক। ৪১ গড়ে এখন পর্যন্ত রান করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।