জহুরুলের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে নর্থ জোন

ছবি:

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ আসরের প্রথম রাউন্ডে দাপুটে শুরু পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিসিবি নর্থ জোন। ওয়ালটন সেন্ট্রাল জোনকে ১৮৮ রানে অলআউট করে বিনা উইকেটে ৯৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা নর্থ জোন ৭ উইকেটের বিনিময়ে ৪৩৩ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করেছে।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান নাজমুল হোসেন ও মিজানুর রহমান খুব দ্রুতই সাজঘরে ফিরেছেন। দুই ওপেনারই দারুণ শুরুর পরও ইনিংস লম্বা করতে পারেননি। নাজমুল হোসেন ৪৪ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন তাসকিন আহমেদের বলে।

আর মিজানুর রহমান কট এন্ড বোল্ড আউট হয়েছেন মোশাররফ হোসেনের হাতে। মাঝে জুনায়েদ সিদ্দিকী ১৩ করে তাসকিন আহমেদের শিকার হয়েছেন। তাছাড়া, কোনো রান না করেই সাজঘরে ফিরেছেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার নাঈম ইসলাম।
তিনি তাসকিন আহমেদের তৃতীয় শিকার হয়েছেন উইকেটরক্ষক ইরফান শুক্কুরের হাতে ক্যাচ দিয়ে। নর্থ জোনের হয়ে বল হাতে চমক দেখানো আরিফুল হক ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ৩৭ করে শুভাগত হোমের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়েছেন তিনি।
উইকেটরক্ষক ব্যাটসম্যান ধীমান ঘোষ ৯৩ রান করে দুর্ভাগ্যজনক ভাবে মোশাররফ হোসেনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন। সোহরাওয়ার্দী শুভ ৩ রান করে হয়েছেন শুভাগতর দ্বিতীয় শিকার। ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত আছেন নর্থ জোন অধিনায়ক জহুরুল ইসলাম।
২৩২ বলে ১৫২ রানের ইনিংস খেলে তিনি অপরাজিত আছেন। এই অসাধারণ ইনিংস খেলার পথে ১৪ টি চার ও ৫ টি ছক্কার মার মেরেছেন জহুরুল। তার সঙ্গী হিসেবে ফরহাদ রেজা ১৬ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট হাতে নামবেন। এখন পর্যন্ত বিসিবি নর্থ জোনের লীড দাঁড়িয়েছে ২৪৫ রানের।