ডিপিএল নয়, জানুয়ারিতে বিসিএল

ছবি:

জানুয়ারিতে ঢাকার ক্রিকেটের সবচেয়ে বড় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মাঠে গড়ানোর কথা ছিল। তবে বড় বড় ক্লাবের অনিহায় সেটা হচ্ছে না। ডিপিএল না হলেও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণির টুর্নামেন্ট বিসিএল মাঠে গড়াবে জানুয়ারিতে।
বছরের শুরুতে জাতীয় দলের ব্যস্ত সূচি থাকায় ডিপিএলের ক্লাব গুলো তারকা ক্রিকেটারদের পাবে না। যার কারনে বছরের শুরুতে প্রিমিয়ার লিগ খেলতে ক্লাব গুলো অনীহা প্রকাশ করেছে।

যার কারনে চার ফ্র্যাঞ্চাইজি নিয়ে পাঁচ জানুয়ারি থেকে প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান সাইফুল আলম চৌধুরী স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিসিএলের পঞ্চম আসরে তেমন কোন পরিবর্তন আনার পরিকল্পনা নেই বিসিবি টুর্নামেন্ট কমিটির। গতবারের মতই চারটি ফ্র্যাঞ্চাইজি ডাবল লিগ পদ্ধতিতে লড়বে।
প্রথম শ্রেণীর ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে অনেক কথা হলেও এবারও গত আসরের মত ম্যাচ ফি থাকছে ৫০ হাজার টাকা। তবে এবারের বিসিএলে স্পোর্টিং উইকেটের আশ্বাস দিয়েছে ক্রিকেট কর্তারা।