উৎসবের দিন লড়বে স্টার্স-স্কোরচেজ

ছবি:

বক্সিং ডে'তে বিগ ব্যাশের লড়াইয়ে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন পার্থ স্কোরচেজ। ঘরের মাঠে পিটারসনদের মেলবোর্ন স্টার্সের মোকাবেলা করবে ল্যাঙ্গারের ছাত্ররা। বাংলাদেশ সময় ২.১০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
অ্যাশেজ দল থেকে ছিটকে পরা পিটার হ্যান্ডসকম্ব মেলবোর্নের হয়ে বিগ ব্যাশের প্রথম ম্যাচ খেলতে নামবেন। তবে কিপার ব্যাটসম্যান হিসেবে খেলবেন নাকি শুধু ব্যাটসম্যান হিসেবে খেলবেন এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বেন ডাঙ্ক ব্রিসবেন হিটের বিপক্ষে স্টার্সের প্রথম ম্যাচে উইকেটের পেছনে ছিলেন। কেভিন পিটারসন ক্রিসমাসের ছুটিতে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন বিধায় বক্সিং ডে'তে খেলতে পারবেন না।

সেক্ষেত্রে হ্যান্ডসকম্বকে তিন নম্বরে পিটারসনের শুন্যতা পূরণ করতে হবে। অন্যদিকে আসরের প্রথম ম্যাচে জয় তুলে নেয়া স্কোরচেজরা বেশ ফুরফুরে মেজাজে আছে। ঘরের মাঠে নিজেদের দ্বিতীয় দেখায় জয় তুলে নিতে মুখিয়ে আছে অ্যাডাম ভোজেসরা।
আজকের ম্যাচে সবার নজর থাকবে ২০১৩-১৪ অ্যাশেজের নায়ক মিচেল জনসন। এই ফাস্ট বোলারের বিপক্ষে পার্থের বাউন্সি কন্ডিশনে স্টার্স ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা দিতে হবে।
স্টার্সঃ বেন ডাঙ্ক, লুক রাইট, কেভিন পিটারসেন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, জেমস ফকনার, ইভান গুলবিস, জন হ্যাস্টিংস, অ্যাডাম জাম্পা, স্কট বোলান্ড, মাইকেল বিয়ার, জ্যাকসন কোলম্যান, সিব গটচ, স্যাম হারপার, বেন হিলফেনহাস , রব কুইনি, ড্যানিয়েল ওয়ারলেল।
স্কোরচেসঃ উইলিয়াম বোসিস্ত, জস ফিলিপ, ডেভিড উইলি, হিল্টন কার্টরাইট, অ্যাস্টন টার্নার, অ্যাডাম ভোজেস, অ্যাস্টন অ্যাগার, জস ইঙ্গলি, জেই রিচার্ডসন, অ্যান্ড্রু টাই, মিচেল জনসন, জেসন বেহেরেন্ডোফ, ক্যামেরন গ্রিন, নাথান কোল্টার-নাইল, জোয়েল প্যারিস, স্যাম হোয়াইটম্যান।