ইয়াসিরের সেঞ্চুরিতে হারের প্রহর গুনছে সিলেট

ছবি:

সিলেট বিভাগীয় স্টেডিয়ামে জাতীয় লীগের দ্বিতীয় টায়ারের খেলায়, আগের দিন পাঁচ উইকেট হারিয়ে ফেললেও আজ সেই অবস্থান থেকে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে চট্টগ্রাম বিভাগ। সেঞ্চুরি পেয়েছেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ইয়াসির আলী।
১৭৬ বলে খেলে সাতটি চার এবং একটি ছক্কায় অপরাজিত ১০২ রান করেছেন তিনি। পিছিয়ে ছিলেন না আরেক অপরাজিত ব্যাটসম্যান সাইদ সরকারও। পাঁচটি চার এবং চারটি ছক্কায় ৭৬ রান করেছেন তিনি।
মূলত এই দুজনের দায়িত্বশীল ইনিংসে ম্যাচের তৃতীয় দিন শেষে সাত উইকেটে ৩৮০ রান করে ইনিংস ঘোষণা করেছে চট্টগ্রাম। বাকী বাকী ব্যাটসম্যানদের মধ্যে মোহাম্মদ সাইফুদ্দিন ১৩ রান এবং সাজ্জাদ রনি ৯* রান করেন।

সিলেটের বোলারদের মধ্যে স্পিনার এনামুল হক জুনিয়র তুলে নিয়েছেন তিনটি উইকেট। দুটি উইকেট পেয়েছেন এবাদত হোসেন। একটি করে উইকেট পেয়েছেন শাহানুর রহমান এবং আবু জায়েদ।
অবশ্য শুধুমাত্র আজকের দিনের উইকেট তুলে নিয়েছেন এনামুল হক জুনিয়র। ৪৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাকী দিনটি ভালো যায়নি সিলেট বিভাগের। ৭৮ রানেই দুটি উইকেট হারিয়েছে তারা।
ওপেনার সায়েম আলম ফিরেছেন ৪৮ রানে; আরেক ওপেনার শানাজ আহমেদ ফিরেছেন ১৮ রানে। উইকেটে আছেন ইমতিয়াজ হোসেন (৯*) এবং এনামুল হক জুনিয়র (২*)। চট্টগ্রামের হয়ে উইকেট নিয়েছেন সাইফুদ্দিন এবং সাজ্জাদ রনি।