তাইজুলের ঘূর্ণিতে দিশেহারা আশরাফুলের দল

ছবি:

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডে দ্বিতীয় টায়ারের ম্যাচে মার্শাল আইয়ুবের ঢাকা মেট্রোর ৩২৮ রানের জবাবে দ্বিতীয় দিন বিনা উইকেটে ৯৫ রান সংগ্রহ করেছে জহুরুল ইসলামের রাজশাহী বিভাগ।
এদিন ২২ রান নিয়ে দিন শুরু করেছিলেন ঢাকা মেট্রোর ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। কুয়াশার কারনে দ??বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হয়েছিল। তবে খেলা শুরু হলে আশরাফুলকে হারিয়ে বসে ঢাকা।
রাজশাহীর বিপক্ষে চার উইকেটে ২১০ রানে দিনের খেলা শুরু করা ঢাকা মেট্রো দিনের দ্বিতীয় ওভারেই আশরাফুলের উইকেটটি হারায়। ২২ রান নিয়ে দিন শুরু করে নামের পাশে রান যোগ করতে পারেনি তিনি।

আশরাফুল ফিরে গেলে আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মেহরাব হোসেন জুনিয়র ও উইকেটরক্ষক জাবিদ হোসাইনের ব্যাটে তিনশত রানের কোটা পার করে ঢাকা। তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যাওয়ার আগে ৩৯ রান করেন মেহরাব। অপরদিকে জাবিদ ৩৬ রান করে আউট হয়েছেন শফিউল ইসলামের বলে।
এছাড়াও আবু হায়দার রনি ২৭ এবং তাসকিন আহমেদ ১৯ রান করতে সক্ষম হন। আর এরই সাথে ঢাকার ইনিংস থামে ৩২৮ রানে। রাজশাহীর হয়ে দিনের সেরা বোলার ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। একাই পাঁচ উইকেট শিকার করেছেন তিনি।
ঢাকার ৩০৮ রানের জবাবে খেলতে নেমে দুই ওপেনার নাজমুল হোসেইন এবং মিজানুর রহমানের ব্যাটে দারুণ সূচনা পায় রাজশাহী। এই দুই ব্যাটসম্যান ৯৫ রানের জুটি গড়ে দিনের খেলা শেষ করেন। তৃতীয় দিন নাজমুল ৪৩ এবং মিজানুর ৪৭ রান নিয়ে খেলতে নামবেন।
এর আগের দিন টসে জিতে ঢাকা মেট্রোকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজশাহীর অধিনায়ক জহুরুল। ব্যাটিংয়ে নেমে ওপেনার সাদমান ইসলাম ও অধিনায়ক মার্শাল আইয়ুবের জোড়া অর্ধশতকে ৪ উইকেটে ২১০ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিলো ঢাকা মেট্রো।