দল ঘোষণায় চমক থাকছেনা

দেশ · জিম্বাবুয়ে
দল ঘোষণায় চমক থাকছেনা
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

আজ (৭ই জানুয়ারি) ত্রিদেশীয় সিরিজ উপলক্ষে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এই স্কোয়াডে থাকছে না কোনো চমক! 

এমন তথ্য দিয়েছেন দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তার মতে, ক্রিকেটারদের বিশেষত্ব অনুযায়ী টিম কম্বিনেশন গঠন করে সে অনুযায়ী স্কোয়াড ঘোষণা করা হবে।

শনিবার (৬ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রস্তুতি ম্যাচের বিরতিতে সাংবাদিকদের সুজন বলেন, "চমক তো থাকবে না। আমাদের প্রয়োজনে আমরা কম্বিনেশন সাজাবো। এক একটি প্লেয়ারের এক একটি আলাদা বৈশিষ্ট্য আছে। 

এক একজন  এক এক রকমের। তো ওই বৈশিষ্টমন্ডিত বিশেষত্ব অনুযায়ীই দল হবে। আপনি যদি ওয়ানডে ক্রিকেট দেখেন, ওয়ানডে ফরম্যাটটা হচ্ছে ১-১০ ওভার, ১১-৪০ ও ৪০-৫০ ওভার তিনটা পাওয়ার প্লে।''

সুজন আরও বলেন,  "প্রথম দশে দুইজন, পরেরটাতে ৪ জন ও পরেরটা ৫ জন। প্রথম দুইজনের মধ্যে নতুন বলে কে আমাদের উইকেট টেকার, মাঝখানে যে চার ফিল্ডার থাকবে সেখানে কোন বোলার আমাদের রক্ষা করতে পারবে বা উইকেট নিতে পারবে ওই রকম চিন্তা করেই আমরা আগাচ্ছি।"

তবে ত্রিদেশীয় সিরিজে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকেই কঠিন প্রতিপক্ষ মানছেন সুজন। তবে ঘরের মাটিতে টাইগাররা দারুণ খেলার জন্যই কিছুটা স্বস্তিতে টাইগারদের টেকনিক্যাল ডিরেক্টর। বলেছেন,

"শ্রীলঙ্কা সব সময়ই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। ওরা বিশ্ব চ্যাম্পিয়ন। একটা দুইটা পারফরম্যান্স দেখে ওদের বিচার করা ঠিক হবে না। ভেরি কম্পেটেটিভ সাইড। অবশ্যই আমাদের মাটিতে আমাদের ওপরে বিশ্বাস আছে। আমরা ভাল দল। গত তিন সাড়ে তিন বছর হোম কন্ডিশনে ভাল ক্রিকেট খেলছি। তো ওই বিশ্বাসটা আমাদের আছে। আমি মনে করছি দারুণ একটা সিরিজ হবে।" 


আরো পড়ুন: this topic