হারিকেন্সদের হারালো থান্ডাররা

ছবি:

শনিবার বিগ ব্যাশে দিনের এক মাত্র ম্যাচে জর্জ বেইলির হোবার্ট হারিকেন্সের বিপক্ষে জয় পেয়েছে শেন ওয়াটসনের সিডনি থান্ডার। এদিন হারিকেন্সদের ৫৭ রানে হারিয়েছে শেন ওয়াটসনের দল।
এদিন ম্যাচের শুরুতে টসে জিতে ওয়াটসন বাহিনীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান হারিকেন্স দলপতি জর্জ বেইলি। বেইলির আমন্ত্রণে ব্যাট করতে নেমে ওপেনিং কুর্টিস প্যাটিনসন এবং জস বাটলার মিলে ২৪ রান যোগ করেন।
প্যাটিনসন জোফরা আর্চারের বলে জর্জ বেইলির দুর্দান্ত ক্যাচে ফিরলেও তিন নম্বরে নামা শেন ওয়াটসনকে সঙ্গে নিয়ে দলের পক্ষে রান তুলতে থাকেন ইংলিশ উইকেট রক্ষক জস বাটলার।
বাটলার এবং ওয়াটসন মিলে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৯৫ রান। বাটলার তুলে নেন ফিফটি। ব্যক্তিগত ৬৭ রানে বাটলার ক্লাইভ রোজের বলে ফিরে যাওয়ার খানিক পর ওয়াটসনও ফেরেন ৪১ রান করে।

এরপর ক্যালাম ফারগুসনের অপরাজিত ২৪ এবং রায়ান গিবসনের ১৪ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৬ রান স্কোরবোর্ড তোলে থান্ডাররা। হারিকেন্সের হয়ে স্পিনার ক্লাইভ রোজ নেন ২টি উইকেট।
১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে থান্ডার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জর্জ বেইলির দল। স্কোরবোর্ড ৭৫ রান যোগ করতেই উপরের সারির ৭ ব্যাটসম্যানকে হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বেইলি বাহিনী।
শেষের দিকে জোফরা আর্চার প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ১৯.৩ বলে মাত্র ১০৯ রানে অল আউট হয় দলটি। হারিকেন্সের পক্ষে ওপেনার অ্যালেক্স ডুলান করেন সর্বোচ্চ ৩৪ রান।
এছাড়াও জোফরা আর্চারের ব্যাট থেকে আসে ২৫ রান। থান্ডারদের পক্ষে ক্রিস গ্রিন, গুরিন্দার সান্ধু, মিচেল ম্যাক্লেনাগান, অর্জুন নায়ার এবং ফাওয়াদ আহমেদ নেন ২টি করে উইকেট।
এই জয়ে চার ম্যাচের দুটিতে জিতে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে সিডনি থান্ডার। আর দুই ম্যাচের দুটিতেই হেরে টেবিলের তলানিতে অবস্থান জর্জ বেইলির হোবার্ট হারিকেন্সের।