লারাকে ছাড়িয়ে কুক

ছবি:

মেলবোর্নে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক। চলতি বছর এটি কুকের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি।
এর আগে বার্মিংহামে উইন্ডিজের বিপক্ষে ২৪৩ রানের ইনিংস খেলেন সাবেক এই ইংলিশ দলপতি। এটি কুকের টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ডাবল সেঞ্চুরি। ব্যক্তিগত ১৯৮ রানে থাকাকালীন জ্যাকসন বার্ডকে চার মেরে ডাবল সেঞ্চুরির ছুঁয়েছেন সাবেক এই ইংলিশ দলপতি।
এদিকে এই ডাবল সেঞ্চুরি দিয়ে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাকে ছাড়িয়ে গেছেন কুক। লারা ১৩১ টি টেস্টে ১১ হাজার ৯ শত ৫৩ রান করেছিলেন। কুক এই রান মাত্র ১৫১ টেস্টেই ছাড়িয়ে গেলেন।

মেলবোর্ন টেস্টের তৃতীয় দিন শেষে কুকের মোট রান ১১ হাজার ৯ শত ৫৬ রান। বর্তমানে ব্যাট হাতে কুক অপরাজিত আছেন ২৪৪ রানে।
জবাবে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ১৯২ রান করে দ্বিতীয় দিন শেষ করে ইংলিশরা। অ্যালিস্টার কুক ১০৪ রান নিয়ে অপরাজিত ছিলেন। ৪৯ রান নিয়ে তার সঙ্গী ছিলেন ইংলিশ দলপতি জো রুট। এই ইংলিশ তারকা ৬১ রান করে প্যাট কমিন্সের বলে নাথান লায়নের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। তবে কুক ঠিকই এক প্রান্ত আগলে রেখে ডাবল সেঞ্চুরি আদায় করে নিয়েছেন।