'অ্যাশেজ এখনো জীবন্ত'

দেশ · অস্ট্রেলিয়া
'অ্যাশেজ এখনো জীবন্ত'
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

অ্যাশেজে প্রথম দুই টেষ্টে জয় তুলে নেয় স্বাগতিক অস্ট্রেলিয়া। অ্যাশেজে এখনো তিন টেষ্ট বাকী থাকলেও ২০১৩ পর অজিদের আঙ্গিনায় আরেকটি ধবল ধোলাই চোখ রাঙ্গানি দিচ্ছে ইংলিশদের। তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সে শঙ্কা উড়িয়ে দেন ইংলিশ দল নায়ক জো রুট।

প্রথম দুই টেষ্ট অজিরা ২-০তে এগিয়ে গেলেও এখনো সিরিজ নির্ধারিত হয়ে যায়নি। এমনকি অ্যাশেজে এখনো ভালোভাবেই ইংলিশরা ফিরতে পারেন বলেও জানান জো  রুট। ২০১৩ সালের পর আবার ধবল ধোলাই হতে যাচ্ছে কিনা ম্যাচ শেষে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে রুট বলেন, 'আমি এটা মনে করিনা। আমাদের সুযোগ এখনো রয়েছে'।

তবে অ্যাডিলেড টেষ্টে রুটের দল ১২০ রানে হারলেও চতুর্থদিন শেষেও ম্যাচে অজিদের চেয়ে এগিয়ে ছিল ইংলিশরা। তবে জয় থেকে মাত্র ১৭৮ রান দুরে থেকে পঞ্চমদিন শুরু করলেও মাত্র ৫৭ রানে গুড়িয়ে যায় থ্রি-লায়ন্সরা।

এগিয়ে গিয়েও শেষ সেই দৌড় ধরে রাখতে না পারার আক্ষেপ ঝরল রুটের কণ্ঠ থেকে। তবে অজিদের সাথে লড়াই করে টেষ্টে এগিয়ে যাওয়ার অনুপ্রেরনা নিয়ে পার্থে নামবে রুট বাহিনী। 

ইংল্যান্ড দলনায়কের ভাষায়, 'আমরা অসাধারনভাবে দ্বিতীয় ইনিংসে বলে ব্যাটে জবাব দিয়েছি। সবমিলিয়ে, আমরা এটাই প্রমান করেছি যে, সিরিজে আমরা ভালোভাবেই টিকে আছি। দুই ম্যাচেই বেশ কয়েকটি সেশনে আমরা অজিদের চেয়ে এগিয়ে ছিলাম। কিন্তু সেটা আমরা টানা পাঁচদিন সেটা ধরে রাখতে পারিনি। 

পার্থে এটাই আমাদের চ্যালেঞ্জ হবে। আমরা যদি এটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি আমরা জিতবো। এটাই স্বাভাবিক। আমি মনে করি কাল (চতুর্থ দিন শেষে) খুব ভাল অবস্থানে ছিলাম। এই আত্মবিশ্বাসটাই আমরা পরবর্তী ম্যাচে কাজে লাগাবো।' 

তবে অ্যাডিলেড টেষ্টে পঞ্চমদিনে এভাবে উইকেট বিলিয়ে দেওয়ায় নিজ দলের ব্যাটসম্যানদের দোষারোপ করেনি রুট। তবে অ্যাডিলেড জয়ে স্টার্ক-হ্যাজেলউডদের কৃতিত্ব দিলেন এই ইংলিশম্যান। 

তার ভাষায়, 'আমরা মনে করিনা আমরা নিজেদের প্রতি খুব অন্যায় করেছি। সব কৃতিত্ব অজি বোলারদের। তারা খুব ভালো লেন্থে বল করেছে। এমনকি বোলাররা আমাদের জেতা খুব কঠিন করে তুলেছিল। তাছাড়া পঞ্চম দিনে উইকেটে বল খুব নিচু আসে।'

আরো পড়ুন: this topic